১১ হাজার শ্রমিককে অভিযুক্ত
প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৩, ৪:১২:৩৯
বাংলাদেশি মালিকরা শনিবার ১৫০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। এছাড়াও বেতন বাড়ানোর দাবিতে সহিংস বিক্ষোভের দায়ে ১১ হাজার শ্রমিককে অভিযুক্ত করেছে পুলিশ। বাংলাদেশের ৩ হাজার ৫০০টি পোশাক কারখানা বার্ষিক রপ্তানির ৫৫ বিলিয়ন ডলারের প্রায় ৮৫ শতাংশ লেভিস, জারা এবং এইচএন্ডএমসহ বিশ্বের অনেক শীর্ষ ব্র্যান্ড সরবরাহ করে। কিন্তু এই সেক্টরের চল্লিশ লাখ শ্রমিকদের মধ্যে অনেকেরই পরিস্থিতি ভয়াবহ। কর্মীদের বেশিরভাগই নারী যাদের মাসিক বেতন মাত্র ৮ হাজার ৩০০ টাকা। বেতন বাড়ানোর দাবিতে গত মাসে বিক্ষোভ করেছিল শ্রমিকরা। বিক্ষোভে অন্তত তিনজন শ্রমিক নিহত এবং ৭০টির বেশি কারখানা ভাংচুর বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সরকার-নিযুক্ত একটি প্যানেল মঙ্গলবার সেক্টরের মজুরি ৫৬.২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করেছে, কিন্তু শ্রমিকদের দাবি ছিল ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা। বৃহস্পতিবার, ১৫ হাজার শ্রমিক মহাসড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং তুসুকা নামের একটি কারখানাসহ আরও এক ডজন অন্যান্য কারখানায় লুটপাট করে। বাংলাদেশ পুলিশ প্রায়ই বড় প্রতিবাদ এবং রাজনৈতিক সহিংসতার পর বেনামে হাজার হাজার লোকের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ জারি করে। এই কৌশলকে ভিন্নমত দমনের একটি উপায় বলে মনে করেন সমালোচকরা।