অবরোধ শুরুর আগের রাতে
প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৩, ৮:০৩:৫৫
রাজধানীর আরামবাগ, গাবতলী, গুলিস্তান, যাত্রাবাড়ী ও মিরপুরে ৫টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজের সামনে আরামবাগ পুলিশ বক্সের সামনে লাল-সবুজ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। অন্যদিকে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে রাত ৮টা ৩০ মিনিটের দিকে গাবতলী এক্সপ্রেসের একটি বাসে আগুন দেওয়া হয়। কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে কাজ করছে। তৃতীয় ঘটনাটি ঘটে গাবতলীতে রাত ৯টার দিকে। সেখানে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে সময় নিয়ন্ত্রণ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে। চতুর্থটি রাত সাড়ে ৯টায় রাজধানীর যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে বাসে দুর্বৃত্তরা আগুন দেওয়ার ঘটনা ঘটে। পঞ্চমটি কাফরুল থানার বিপরীতে প্রজাপতি পরিবহন গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। উল্লেখ্য, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আগামীকাল রোববার ও সোমবার দেশব্যাপী অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। অবরোধ শুরু হওয়ার আগে বাসে আগুন দেওয়ার এই ঘটনা ঘটল।