প্রকাশিত : ১২ মার্চ ২০২৫, ৫:০৩:০৮
গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তারকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।
বুধবার (১২ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এক যৌথ বিবৃতিতে এ আলটিমেটাম দেন। বিবৃতিতে সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় এবং সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে তারা বলেন, ‘২০১৩ সালের শাহবাগ আন্দোলনের সময় লাকী আক্তার ও তার সহযোগীরা ইসলাম, আলেম-ওলামা ও দেশের শান্তিপ্রিয় জনতার সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আজও সে একই অপকৌশলের আশ্রয় নিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। স্বাধীনতার পর থেকে একটি চিহ্নিত গোষ্ঠী দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছে। লাকী আক্তার সেই গোষ্ঠীর সক্রিয় সদস্য হিসেবে আবারও প্রকাশ্যে এসেছে। দেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা এবং খুনি হাসিনার মতো স্বেচ্ছাচারী শাসক তৈরি করতে সবচেয়ে বড় ভূমিকা ছিল শাহবাগীদের।’
তারা বলেন, ‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জনগণের ধর্মীয় ও নৈতিক অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা স্পষ্টভাবে বলতে চাই, লাকী আক্তারের মতো দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো সময়ের দাবি। সরকারের প্রতি আমাদের আহ্বান, ৪৮ ঘণ্টার মধ্যে লাকী আক্তারকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায়, দেশপ্রেমিক ছাত্রজনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’
ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা আরও বলেন, ‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। কিন্তু যদি প্রশাসন নিরব থাকে এবং লাকী আক্তারের অপতৎপরতা বন্ধ না করা হয়, তাহলে আমরা দেশব্যাপী বিক্ষোভ ও গণআন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।’
এইচএস